পদ্মশ্রীসম্মান পাচ্ছেন প্রসেনজিৎ

ভারতের চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হচ্ছেন বাংলার সুপরিচিত তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপ্তদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টালিউডের মূলধারার নেতৃত্ব দিয়ে আসছেন চার দশকের বেশি সময় ধরে। শুধু বাণিজ্যিক ছবি নয়, সমান্তরাল ও আর্ট সিনেমাতেও তার দৃঢ় উপস্থিতি বাংলা চলচ্চিত্রকে দিয়েছে নতুন মাত্রা। বহু সমালোচক তাঁকে ‘সত্যজিৎ রায়ের উত্তরসূরি প্রজন্মের’ একজন গুরুত্বপূর্ণ অভিনেতা হিসেবে অভিহিত করেছেন। এই দীর্ঘ ও ধারাবাহিক সাফল্যই তাঁকে পদ্মশ্রী সম্মান পাওয়ার যোগ্যতা দিয়েছে।

এ বছর শোবিজ জগতে অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মভূষণ সম্মান পাচ্ছেন দক্ষিণী অভিনেতা মামুট্টি এবং জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। এছাড়া পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অভিনেতা ও নির্মাতা আর মাধবন। বিশ্লেষকরা মনে করছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী সম্মাননা ভারতের চলচ্চিত্রের দুই ভিন্ন প্রজন্মের দুই তারকার দীর্ঘ ও সফল যাত্রার আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতীক।

বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এটি গর্বের মুহূর্ত, কারণ প্রসেনজিতের অভিনয় ও চলচ্চিত্রভিত্তিক অবদান শুধু বাণিজ্যিক সাফল্য নয়, বরং বাংলা চলচ্চিত্রের শিল্প ও সাংস্কৃতিক ধারাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

বিথী রানী মণ্ডল/