চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষা হচ্ছে জাতি গঠনের প্রধান ভিত্তি। শিক্ষাকে অগ্রাধিকার দিয়েই একটি শক্তিশালী ও নৈতিক সমাজ বিনির্মাণ সম্ভব। মেধাবী শিক্ষার্থীদের সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ নিশ্চিত করা গেলে তারাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে।
শিক্ষাবৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, প্রতিযোগিতামূলক মনোভাব ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মেধাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে, তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব হলো সব নাগরিকের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা, কিন্তু শিক্ষাকে নাগরিক অধিকার হিসেবে স্পষ্টভাবে স্বীকৃতি দেয়া হয়নি।
তিনি রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে নগরীর পাঁচলাইশ ওয়াজেদিয়া মাদ্রাসা সংলগ্ন ল্যাবরেটরী স্কুল মাঠে চট্টগ্রাম ব্রাইট ফিউচার স্কলারশিপের বৃত্তি পরীক্ষার সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারের সঠিক পরিকল্পনার অভাব এবং শিক্ষার উচ্চব্যয়ের কারণে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার সবচেয়ে বেশি। শিক্ষার যে বিষয়গুলোতে প্রকৃতপক্ষে গুরুত্ব দেয়া প্রয়োজন, বিগত সরকারের সময় সেগুলোতে গুরুত্ব দেয়া হয়নি। বিভিন্ন প্রকল্প নিলেও সেগুলো অনেক ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া হয়েছিল। এসব প্রকল্পে ছিল স্বচ্ছতার অভাব।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্যরা ব্রাইট ফিউচার স্কলারশিপ পাওয়া ৪০টি স্কুল ও মাদ্রাসার মোট ৪৮জন শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার তুলে দেন।
চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে ও ব্রাইট ফিউচার স্কলারশিপের সাধারণ সম্পাদক এস এম জিয়া কুতুবীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবদুর রহিম, নুর উদ্দিন কোম্পানি ফাউন্ডেশনের পরিচালক মোরশেদুল আলম, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেজামুল হক, রাজনীতিবিদ আনিসুদ্দৌল্লাহ সোহেল, জানে আলম সোহেল, নাজিম উদ্দীন হিরু, পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. জাহেদুল আলম, রাজনীতিবিদ আ.জ.ম. নাজের, আবদুর রহিম, ব্রাইট ফিউচার স্কলারশিপের সভাপতি এখলাছ উদ্দিন, সহ সভাপতি আবদুল জব্বার, মো. আলমগীর প্রমুখ।
ইসমাইল ইমন, চট্টগ্রাম










