নারী শিক্ষার্থী হেনস্তাকে কেন্দ্র করে ববিতে দুই বিভাগের সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার জেরে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শনিবার বিকেলে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর ফটকের সামনে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

জানা যায়, গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের আনন্দ বাজার এলাকায় রসায়ন বিভাগের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ ওঠে বাংলা বিভাগের শিক্ষার্থী সিফাতের বিরুদ্ধে। এই ঘটনার জেরে শনিবার সকালে সিফাতকে হাতুড়ি দিয়ে আঘাত করার পাল্টা অভিযোগ তোলে বাংলা বিভাগের শিক্ষার্থীরা। বিকেলে উভয় পক্ষ বিষয়টি সমাধানের লক্ষ্যে আলোচনায় বসলে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। এসময় শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং স্থানীয় এক নারীর চায়ের দোকান ভাঙচুর করে।

ভুক্তভোগী দোকানদার নাছিমা বেগম জানান, চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ভাঙচুরে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এদিকে বাংলা বিভাগের শিক্ষার্থীরা দাবি করেছেন, রসায়ন বিভাগের শিক্ষার্থীরা তাদের ওপর অতর্কিত হামলা ও দোকান ভাঙচুর করেছে। অন্যদিকে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে নারী হেনস্তার বিচারের দাবিতে অনড় রয়েছেন। উভয় বিভাগই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ও প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল। প্রক্টর জানান, নারী শিক্ষার্থী হেনস্তা ও সংঘর্ষের ঘটনাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য বলেন, সংঘর্ষে কেউ গুরুতর আহত না হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

মালিহা