ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কথিত চাঁদাবাজির তথ্য ও প্রমাণাদি আজ দুপুর ১২টায় ডাকসু ভবনের সামনে বড় পর্দায় প্রদর্শনের ঘোষণা দিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সাধারণ শিক্ষার্থীদের সামনে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনের উদ্যোগ নিয়েছেন ডাকসু’র সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
জুবায়ের তার পোস্টে উল্লেখ করেন, রবিবার দুপুর ১২টায় ডাকসু ভবনের সামনে ঢাবি ছাত্রদলের চাঁদাবাজির প্রমাণগুলো প্রজেক্টরে দেখানো হবে। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানান। মূলত ক্যাম্পাসে চাঁদাবাজির তথ্য ফাঁসের জেরে সম্প্রতি কিছু ভ্রাম্যমাণ দোকান ভাঙচুরের অভিযোগ ওঠার পর এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যদিও অভিযুক্ত ছাত্রদল নেতারা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। এই বিতর্কিত পরিস্থিতির মধ্যেই ডাকসু নেতার এমন ঘোষণা ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মালিহা










