পাবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় প্রতিমা স্থাপনসহ পূজার সকল ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পাল ,পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. দয়াল চন্দ্র রায়,সিএসই বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ে পূজার এমন আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী দূর্জয় চক্রবর্তী বলেন, “বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে আমরা অত্যন্ত সফলভাবে সরস্বতী পূজার আয়োজন করতে পেরেছি। কেন্দ্রীয় মন্দিরে পূজা করতে পেরে আমাদের আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে। আমরা আশা করি, প্রতিবছরই এভাবে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারব।”

সবশেষে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সরস্বতী পূজা উদযাপন কমিটি–২০২৬-এর উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়।

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি