আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষা শেষ করে ১৪ হাজার ৩৮৫ জন সহকারী শিক্ষকের চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে।
চলতি মাসের ৯ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় দেশের ৬১টি জেলায় ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অংশ নেন। ২১ জানুয়ারি প্রকাশিত ফলাফলে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। যদিও পরীক্ষার পর প্রশ্নফাঁসের অভিযোগ তুলে একদল প্রার্থী আন্দোলন করেছিলেন, তবে গোয়েন্দা সংস্থার তদন্তে সেসব অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এই বিশাল নিয়োগ প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনীত করা হবে। ৩ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই অধিদপ্তর ফলাফল তৈরির চূড়ান্ত কাজ শুরু করবে।
উল্লেখ্য, এবারের সহকারী শিক্ষক নিয়োগে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন প্রার্থী আবেদন করেছিলেন। বিশাল এই কর্মযজ্ঞ নির্বাচনের আগে সম্পন্ন হওয়াকে নিয়োগপ্রত্যাশীদের জন্য বড় সুখবর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মালিহা










