নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফের সুযোগ দিচ্ছে ঢাকা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ হিসেবে ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা পুনরায় নির্ধারণ করেছে।

২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য পুনরায় সুযোগ দিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বোর্ডের এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের আওতাধীন সকল অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বাদ পড়া শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এই নির্দিষ্ট সময়সীমার পর আর কোনোভাবেই নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না।

বোর্ড কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে, অন্য বোর্ড থেকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও এই বর্ধিত সময়ের মধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার সুযোগ পাবে। তবে কোনো শিক্ষার্থী যদি এই সময়ের মধ্যে নিবন্ধিত হতে ব্যর্থ হয়, তবে তার যাবতীয় দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে। মূলত শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়, সেই বিবেচনা থেকেই এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।

মালিহা