চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ার হুমকি ও চাঁদাবাজির অভিযোগে রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের ধাওয়ায় সাড়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গণঅধিকার পরিষদের এক নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃত আবদুর রাকিব জেলা গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহ-সাংগঠনিক সম্পাদক। বারোঘরিয়া নতুন বাজার এলাকায় একটি ছাত্রাবাস থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের অভিযোগ, রাকিব এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক কারবার ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় মিনিটের এক ভিডিও বার্তায় পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ার হুমকি দেন। এছাড়া গত শুক্রবার দুই শিক্ষার্থীর মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। রোববার তাকে এলাকায় দেখতে পেয়ে ধাওয়া দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রাণ বাঁচাতে তিনি একটি মেসে আশ্রয় নিলে সেখানে তাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক বলেন, রাকিবের বিরুদ্ধে ছাত্রদের ওপর অত্যাচার ও হুমকির অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও তিনি থানায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাকিবকে উদ্ধার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ বা মামলা করলে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বছর একটি ককটেল হামলার ঘটনায়ও তিনি অভিযুক্ত ছিলেন।
-মালিহা










