চুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, অংশ নেবে ১৪ হাজার পরীক্ষার্থী

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

এবার ভর্তি পরীক্ষায় মোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ‘ক’ গ্রুপে ১৩ হাজার ৯২ জন এবং ‘খ’ গ্রুপে ৮৫০ জন পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী ২ হাজার ৮৫৮ জন।

পরীক্ষার সময়সূচি অনুযায়ীঃ

’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এরপর ‘’ গ্রুপের অংকন পরীক্ষা বেলা ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘’ গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। চুয়েট কেন্দ্রে মোট ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এছাড়া দুটি উপকেন্দ্রে পরীক্ষার্থী অংশগ্রহণ করবেঃ

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জন

এই দুটি উপকেন্দ্রে মোট ৫ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

চুয়েটের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে মোট ভর্তি যোগ্য আসন সংখ্যা ৯৩১টি। এর মধ্যে সাধারণ আসন ৯২০টি এবং আদিবাসী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন ১১টি।

-এমইউএম