চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। যেসব শিক্ষার্থী এখনো ফরম পূরণ করতে পারেননি, তারা চাইলে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি বর্তমান প্রতিষ্ঠানে ফরম পূরণে জটিলতার সম্মুখীন হন বা ব্যর্থ হন, তবে তিনি অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে বোর্ডের পক্ষ থেকে কোনো আইনি বাধা নেই এবং নতুন প্রতিষ্ঠানে গিয়েও শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম গত বছরের ৩১ ডিসেম্বর শুরু হয়ে ১০ জানুয়ারি পর্যন্ত নিয়মিতভাবে চলে। পরবর্তীতে জরিমানাসহ ফরম পূরণের সময় ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, জরিমানাসহ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করা যাবে এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। মূলত পিছিয়ে পড়া পরীক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত করতেই এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।
মালিহা










