আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) এবং চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। ‘চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ’ (সিএসসি)-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের অন্যতম শীর্ষস্থানীয় হোহাই ইউনিভার্সিটিতে (Hohai University) পড়ার সুযোগ পাবেন।
১৯১৫ সালে প্রতিষ্ঠিত হোহাই বিশ্ববিদ্যালয় পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রকৌশল এবং পরিবেশ বিজ্ঞানে বিশ্বজুড়ে সুপরিচিত। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা করতে পারবেন।
সুযোগ-সুবিধা ও মাসিক ভাতা
নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় সব সুবিধা:
-
মাসিক ভাতা: মাস্টার্স প্রোগ্রামের জন্য ৩,০০০ ইউয়ান (প্রায় ৫২,০২৫ টাকা) এবং পিএইচডির জন্য ৩,৫০০ ইউয়ান (প্রায় ৬০,৬৯৬ টাকা)।
-
টিউশন ফি: সম্পূর্ণ ফ্রি, কোনো টিউশন বা রেজিস্ট্রেশন ফি লাগবে না।
-
আবাসন: ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা।
-
বিমা: সম্পূর্ণ চিকিৎসা বিমা সুবিধা।
আবেদনের যোগ্যতা
১. আবেদনকারীকে অবশ্যই চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে। ২. বয়সসীমা: মাস্টার্সের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর এবং পিএইচডির জন্য অনূর্ধ্ব ৪০ বছর। ৩. একাডেমিক যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (মাস্টার্সের জন্য) বা স্নাতকোত্তর (পিএইচডির জন্য) ডিগ্রি থাকতে হবে। ৪. ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং বর্তমানে অন্য কোনো বৃত্তিভোগী হওয়া যাবে না।
প্রয়োজনীয় নথিপত্র (Documents)
আবেদনের সময় নিম্নোক্ত কাগজপত্রগুলো প্রয়োজন হবে:
-
চীনা সরকারি বৃত্তির আবেদন ফরম ও পূর্ণাঙ্গ সিভি।
-
গবেষণা প্রস্তাব (Research Proposal) বা স্টাডি প্ল্যান।
-
দুইজন অধ্যাপকের সুপারিশপত্র (Recommendation Letter)।
-
পাসপোর্টের কপি ও পুলিশ ক্লিয়ারেন্স (অপরাধকর্মে জড়িত না থাকার প্রত্যয়ন)।
-
ইংরেজি ভাষা দক্ষতার সনদ (IELTS/TOFEL অথবা Medium of Instruction সনদ)।
আবেদন পদ্ধতি ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে হোহাই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১০ এপ্রিল ২০২৬। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
/মালিহা










