মাইকে ডেকে র‍্যাবের ওপর হামলা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ১৯ জানুয়ারি সন্ধ্যায় র‍্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া প্রাণ হারান। অভিযানে থাকা র‍্যাবের একটি দলকে লক্ষ্য করে মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে বিপুলসংখ্যক লোক জড়ো করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, অস্ত্রধারী অপরাধীদের ধরতে ৪৩ জন সদস্য নিয়ে একটি অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় এলাকাবাসীকে মাইকের মাধ্যমে সতর্ক সংকেত দিয়ে একত্রিত করা হয়। এরপর ৪০০ থেকে ৫০০ জন লাঠি নিয়ে র‍্যাব সদস্যদের গতিরোধ করে এবং তাদের ওপর হামলা চালায়।

ঘটনার বিভিন্ন ভিডিও ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, র‍্যাবের দুটি মাইক্রোবাস সলিমপুর এলাকায় ঢোকার পর একদল লোক সেগুলোর পেছনে ধাওয়া করে। একপর্যায়ে গাড়ির কাচ ভাঙচুর করা হয়। হামলার সময় এলাকায় মাইকে ফটক বন্ধ ও রাস্তায় অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছিল।

হামলায় নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও তিনজন র‍্যাব সদস্য আহত হন, যারা বর্তমানে চিকিৎসাধীন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে।

-সাবরিনা রিমি