রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সম্ভাবনা যেদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২৩ বা ২৪ জানুয়ারির মধ্যে প্রকাশিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ‘ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনই বলা কঠিন হলেও আমরা ওএমআর (OMR) শিট দেখা শুরু করেছি। আশা করছি, আগামী ৩-৪ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে সক্ষম হব।’ ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পাবেন।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় উপস্থিতির হার ছিল সন্তোষজনক। পরিসংখ্যান অনুযায়ী:

  • প্রথম শিফট: উপস্থিতির হার ৯১.১৭% (৫২,৬৫৭ জন)।

  • দ্বিতীয় শিফট: উপস্থিতির হার ৯০.১৬% (৫২,০৭৩ জন)।

এবারের পরীক্ষাটি ১০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৮০টি প্রশ্নের প্রতিটির মান ছিল ১.২৫। পরীক্ষায় নেগেটিভ মার্কিং হিসেবে ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটার নিয়ম রয়েছে এবং ন্যূনতম পাস নম্বর নির্ধারিত হয়েছে ৪০।

এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ দেশের মোট ৭টি বিভাগীয় শহরের কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

/মালিহা