বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার ফলাফল প্রকাশের পরপরই এক বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তীর্ণদের করণীয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষদভেদে আগামী ২১ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল বিবরণীতে উল্লেখিত রোল নম্বর অনুযায়ী নির্দিষ্ট দিনে ও সময়ে মিরপুর সেনানিবাসে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হতে বলা হয়েছে।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা: ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে:
১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র: বিইউপির ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র। ২. একাডেমিক সনদ ও মার্কশিট: এসএসসি (বা সমমান) এবং এইচএসসি (বা সমমান) পরীক্ষার মূল সনদ এবং নম্বরপত্র। ৩. নাগরিকত্ব ও চারিত্রিক সনদ: সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত চারিত্রিক সনদ। ৪. পাসপোর্ট সাইজ ছবি: সম্প্রতি তোলা ৩-৪ কপি ল্যাব প্রিন্ট রঙিন ছবি। ৫. কোটার প্রমাণপত্র: যারা মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনী বা অন্যান্য বিশেষ কোটায় আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া মূল সনদ ও কাগজপত্র।
মৌখিক পরীক্ষার প্রস্তুতি ও আচরণবিধি: বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মার্জিত ও আনুষ্ঠানিক পোশাকে (Formal Dress) উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে। মৌখিক পরীক্ষায় প্রার্থীর উপস্থিত বুদ্ধি, সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রাথমিক ধারণা যাচাই করা হবে।
বিইউপি প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, কোনো প্রার্থী নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে কোনো অজুহাত গ্রহণ করা হবে না। বিস্তারিত সময়সূচি বিইউপির অফিসিয়াল ওয়েবসাইট (https://admission.bup.edu.bd) থেকে ডাউনলোড করা যাবে।
/মালিহা










