যমুনা গ্রুপ দেশে ‘যমুনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করায় শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য ইউজিসিকে নির্দেশ দিয়েছে।
দেশে উচ্চশিক্ষার প্রসারে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে যাচ্ছে। যমুনা গ্রুপের উদ্যোগে ‘যমুনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ নামে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যমুনা গ্রুপের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টি চালুর অনুমতি চেয়ে আবেদন করার পর শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, জনবল ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইউজিসির চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে বাংলাদেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। বর্তমানে এসব প্রতিষ্ঠান ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০’ অনুযায়ী পরিচালিত হলেও অন্তর্বর্তী সরকার উচ্চশিক্ষায় স্বচ্ছতা আনতে নতুন আইন করার উদ্যোগ নিয়েছে। ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৫’ নামে একটি নতুন খসড়া গেজেট আকারে জারি করার প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
যমুনা গ্রুপের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা খাতে যমুনা পরিবারের সরাসরি অংশগ্রহণ আরও বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন আইনের অধীনে গুণগত মান নিশ্চিত করে নতুন বিশ্ববিদ্যালয়গুলো যাত্রা শুরু করলে দেশের শিক্ষার্থীরা উপকৃত হবেন।
মালিহা










