মার্চে কাতারে আবার শুরু হচ্ছে ফুটবল মহারণ, থাকবেন মেসিরা

এই মঞ্চেই স্বপ্ন ছুঁয়েছিলেন লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিবাহী কাতারের লুসাইল স্টেডিয়াম এবার সাক্ষী হতে যাচ্ছে আরও একটি ফুটবল মহারণের। বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৭ মার্চ ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল আলোচিত ফিনালিসিমা আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার।

এই ম্যাচকে কেন্দ্র করে আগামী মার্চে আন্তর্জাতিক ফুটবল প্রদর্শনীর ঘোষণা দিয়েছে আয়োজকরা। ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে কাতার ফুটবল ফেস্টিভাল ২০২৬, যেখানে মোট ছয়টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই উৎসবে অংশ নেবে আর্জেন্টিনা, স্পেন, স্বাগতিক কাতার, সৌদি আরব, মিসর ও সার্বিয়া। ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ায় সব দলই পূর্ণ শক্তির জাতীয় দল নিয়ে মাঠে নামবে।

ফলে কাতারের মাঠে তারকাদের মিলনমেলা বসার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য অংশগ্রহণকারী তারকাদের মধ্যে আছেন লিওনেল মেসি, লামিনে ইয়ামাল, মোহাম্মদ সালাহ, আলেকসান্দার মিত্রোভিচ ও ওমর মারমুশ।

ফিনালিসিমার পর আর্জেন্টিনা ৩১ মার্চ লুসাইল স্টেডিয়ামে স্বাগতিক কাতারের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে। অন্যদিকে ৩০ মার্চ স্পেন মুখোমুখি হবে মিসরের। এই ফেস্টিভ্যালের মাধ্যমেই কাতার আবারও বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে ফিরতে যাচ্ছে।

ফুটবল ইভেন্টসের লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি) জানিয়েছে, এই আয়োজন বিশ্বমানের আন্তর্জাতিক ফুটবল ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে কাতারের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে জাতীয় দলগুলোর জন্য এটি হবে সর্বোচ্চ মানের প্রস্তুতির সুযোগ।

এলওসি চেয়ারম্যান শেখ হামাদ বিন খলিফা আল থানি বলেন, ‘ফিফা বিশ্বকাপের আগে বিশ্বের সেরা ফুটবল তারকাদের আতিথেয়তা দিতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় ও সমর্থকদের স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’

তিনি আরও বলেন, ‘কাতার ফুটবল ফেস্টিভাল আয়োজন বিশ্বমানের অভিজ্ঞতা দেওয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতি তুলে ধরে এবং বৈশ্বিক ফুটবলে কাতারের বিশ্বস্ত অংশীদার হিসেবে অবস্থানকে আরও সুদৃঢ় করে।’

কাতার ফুটবল ফেস্টিভালের টিকিট বিক্রি শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। আন্তর্জাতিক সমর্থকদের জন্য ভ্রমণ প্যাকেজ পাওয়া যাবে ১ ফেব্রুয়ারি থেকে।

-এমইউএম