রাজধানীর চানখাঁরপুলে ৫ আগস্টের গণহত্যার রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ ও মা সানজিদা খান দীপ্তি। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে তারা ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পৌঁছান।
স্মর্তব্য যে, এই মামলার বিচার চলাকালে আনাসের বাবা ও মা দুজনেই আসামিদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। আজ তাদের একমাত্র ছেলের রক্তভেজা সেই রাজপথের খুনিদের চূড়ান্ত দণ্ড শোনার অপেক্ষায় রয়েছেন তারা।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ এই ঐতিহাসিক রায় দেবেন। ইতোমধ্যে কড়া নিরাপত্তায় গ্রেপ্তার ৪ আসামিকে কাঠগড়ায় হাজির করা হয়েছে। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের অনুপস্থিতিতেই (In Absentia) রায় ঘোষণা করা হবে।
মামলার বিচারিক কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র:
মোট আসামি: ৮ জন (গ্রেপ্তার ৪, পলাতক ৪)।
সাক্ষ্যগ্রহণ: ২৩ কার্যদিবসে তদন্ত কর্মকর্তাসহ ২৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
বিচারের মাইলফলক: পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটিই প্রথম দায়েরকৃত মামলা।
সরাসরি সম্প্রচার: রায় ঘোষণার প্রতিটি মুহূর্ত বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
ট্রাইব্যুনালে আসা শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ সাংবাদিকদের বলেন, “আমরা শুধু ন্যায়বিচার চাই। যারা আমাদের সন্তানদের বুক ঝাঁঝরা করে দিয়েছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।”
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন চানখারপুলে পুলিশের নির্বিচার গুলিতে আনাসসহ মোট ৬ জন শহীদ হন। সেই ঘটনার দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই জনগুরুত্বপূর্ণ রায় আসতে যাচ্ছে। পুরো সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় এখন থমথমে নিরাপত্তা ও উৎকণ্ঠা বিরাজ করছে।