অবসর ভেঙে অলিম্পিকে ফিরতে চান বোল্ট, তবে এবার ট্র্যাকে নয়

জ্যামাইকান স্প্রিন্টিং কিংবদন্তি উসাইন বোল্ট ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তবে এবার ট্র্যাকে নয়, ২২ গজে লড়াই করতে চান বিশ্বের দ্রুততম মানব। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে যাওয়া ক্রিকেটের মঞ্চে নিজেকে নতুনভাবে চেনাতে চান তিনি।

ক্রিকেটপাগল ক্যারিবিয়ান অঞ্চলে বেড়ে ওঠা বোল্টের খেলাধুলার শুরুটা ছিল ক্রিকেট দিয়েই। স্কুলজীবনে তিনি ছিলেন একজন ফাস্ট বোলার এবং নিজের ক্রিকেট কোচের অধীনে বল হাতেও অনুশীলন করেছেন। পরবর্তীতে স্প্রিন্টে নিজেকে আবিষ্কার করলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনো লুকাননি। এক সাক্ষাৎকারে বোল্ট বলেছিলেন, স্প্রিন্টার না হলে ক্রিকেটারই হতেন তিনি।

সম্প্রতি এসকুয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্ট বলেন,“পেশাদার খেলা থেকে আমি খুশিমনে অবসর নিয়েছিলাম। অনেক দিন ক্রিকেট খেলিনি। কিন্তু তারা যদি ডাকে, আমি প্রস্তুত থাকব (হাসি)।”

অবশ্য স্প্রিন্টার হিসেবে বোল্টের অর্জন অতুলনীয়। তিনি অলিম্পিকে রেকর্ড আটটি স্বর্ণপদক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি স্বর্ণ জিতেছেন। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা তিনটি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনা জিতে ইতিহাস গড়েন। ২০১৭ সালে অ্যাথলেটিকস থেকে অবসর নেন তিনি।

ক্রিকেটের সঙ্গেও বোল্টের যোগাযোগ নতুন নয়। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এর আগে ২০১৪ সালে যুবরাজ সিং ও হরভজন সিংয়ের সঙ্গে ভারতে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, এক শতাব্দীরও বেশি সময় পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে প্রথম ও শেষবার ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। সে সময় ফ্রান্সকে হারিয়ে একমাত্র ম্যাচ জিতে স্বর্ণপদক জিতেছিল গ্রেট ব্রিটেন। এরপর আর কখনোই অলিম্পিকের মঞ্চে দেখা যায়নি ক্রিকেটকে। ২০২৮ সালে সেই শূন্যতা পূরণ হতে যাচ্ছে আর সেই মঞ্চেই নাম লেখাতে চান উসাইন বোল্ট।

-এমইউএম