১৫ বছর ধরে প্রো-ভিসি ও ট্রেজারারহীন বুটেক্স, অস্বচ্ছতার অভিযোগ

প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ না হওয়ায় প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্থবিরতা এবং অস্বচ্ছতার অভিযোগ উঠেছে।

দেশের একমাত্র বিশেষায়িত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই দুটি গুরুত্বপূর্ণ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে উপাচার্যকেই একাধারে প্রশাসনিক প্রধান ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে প্রশাসনিক কাজে ধীরগতি এবং ক্ষমতার এককেন্দ্রীকরণ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

বুটেক্স আইন-২০১০ অনুযায়ী, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও উন্নয়ন কমিটির মতো গুরুত্বপূর্ণ পর্ষদে প্রো-ভিসির ভূমিকা অপরিহার্য। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের তহবিলের সার্বিক তত্ত্বাবধান ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে ট্রেজারারের দায়িত্ব সুনির্দিষ্ট। কিন্তু পদ দুটি শূন্য থাকায় জবাবদিহির সংকট তৈরি হয়েছে।

শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে আর্থিক স্বচ্ছতার চরম অভাব রয়েছে। বাজেট ও আয়-ব্যয়ের তথ্য গোপন রাখা হয়। এমনকি বিভাগীয় প্রধান ও অনুষদের ডিনরাও বাজেটের বিস্তারিত জানেন না। শিক্ষার্থীদের কাছ থেকে সেমিস্টার ও ভর্তি ফিসের নামে অর্থ নেওয়া হলেও রশিদে খাতভিত্তিক টাকার পরিমাণ উল্লেখ থাকে না। অর্থ সংক্রান্ত তথ্য জানতে চাইলে উপাচার্যের নিষেধাজ্ঞার দোহাই দেয় ফাইন্যান্স বিভাগ।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, ‘প্রো-ভিসি ও ট্রেজারার ছাড়া প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। একজন ব্যক্তির ওপর সব দায়িত্ব থাকলে সুষ্ঠু তদারকি সম্ভব হয় না, ফলে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হয়। আমার সময়ে মন্ত্রণালয়ে নাম প্রস্তাব করলেও রাজনৈতিক অস্থিরতায় তা আর এগোয়নি।’

জানা যায়, অতীতে একাধিকবার উপাচার্যরা প্যানেল প্রস্তাব করলেও মন্ত্রণালয় ও প্রশাসনের সমন্বয়হীনতা এবং রাজনৈতিক পালাবদলে নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। গত জুলাই অভ্যুত্থানের আগেও একটি নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে গিয়ে স্থগিত হয়।

এ বিষয়ে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ‘নিয়োগের বিষয়টি সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার। ছাত্রসংখ্যা কম থাকায় হয়তো সরকার এখনো নিয়োগ দিচ্ছে না। ট্রেজারারের অতিরিক্ত দায়িত্বে আমি কোনো আর্থিক সুবিধা নেই না, কেবল দাপ্তরিক স্বাক্ষর করি।’

তবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী জানান, উপাচার্য, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগে একটি সার্চ কমিটি কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তাব পাঠালে মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারে।

/মালিহা