৪৬তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

ছবি- সংগৃহীত।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষিত সূচি অনুযায়ী, এ পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত শুক্রবার ও শনিবার ছাড়া মোট সাত দিনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস ২০২৩-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির স্থগিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১ হাজার ৩৬১ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাডারের ৩৯০ জন, শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের ৭৩৮ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ২৩৩ জন প্রার্থী রয়েছেন।

মৌখিক পরীক্ষা তালিকায় উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী ঢাকায় সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মালিহা নামলাহ