শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের প্রতিবাদে এবং যথাসময়ে ভোটের দাবিতে সোমবার শাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রোববার হাইকোর্টে একটি রিট দায়েরের খবরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন হল ও একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনার কথা উল্লেখ করে রোববার রিটটি দায়ের করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ দিন পর নির্বাচন হতে গেলেও শেষ মুহূর্তে আইনি জটিলতা সৃষ্টি করে তা বানচালের চেষ্টা করা হচ্ছে।
দুর্বার সাস্ট্রিয়ান ঐক্য প্যানেলের জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বিক্ষোভে বলেন, ‘বিগত শাসনামলে পেশিশক্তির জোরে নির্বাচন বন্ধ রাখা হয়েছিল। এখন একটি পক্ষ দেউলিয়া হয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাইছে। শিক্ষার্থীদের পক্ষে রায় না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
এদিকে, শাকসু নির্বাচনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রভাবে নির্বাচন কমিশন এই ‘বিতর্কিত’ প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
অন্যদিকে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুষ্ঠু ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
-মালিহা










