সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে কয়েক শ চালক জড়ো হয়ে এই কর্মসূচি পালন করছেন।
অবরোধের ফলে প্রগতি সরণির কুড়িল থেকে রামপুরা অভিমুখে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকালে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।
আন্দোলনরত চালকদের অভিযোগ, লিথিয়াম ব্যাটারিচালিত রিকশার কারণে সাধারণ ব্যাটারিচালিত রিকশাচালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের দাবি, অবিলম্বে সড়ক থেকে এই নির্দিষ্ট ধরনের রিকশা চলাচল বন্ধ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, উত্তরার দিক থেকে আসা যানবাহনগুলো কুড়িল বিশ্বরোড ও নতুন বাজার এলাকায় আটকা পড়ে আছে। অন্যদিকে রামপুরা থেকে বাড্ডামুখী লেনেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রগতি সরণির এই অংশে বর্তমানে মেট্রোরেলের নির্মাণকাজ চলায় রাস্তা এমনিতেই সংকীর্ণ। তার ওপর রিকশাচালকদের এই অবরোধে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গণপরিবহন না পেয়ে অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি সুনির্দিষ্ট দাবি নিয়ে রিকশাচালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। মেট্রোরেলের কাজের কারণে এই এলাকায় এমনিতেই চলাচলে কিছুটা ধীরগতি থাকে, অবরোধের ফলে সেই ভোগান্তি এখন কয়েক গুণ বেড়ে গেছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরত চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
-এম. এইচ. মামুন










