মিরসরাই উপজেলার নিজামপুর বাজার এলাকায় সোমবার সকাল সাড়ে আটটায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে যায়। এতে ট্রাক থেকে ছিটকে পড়া শতাধিক সিলিন্ডার রাস্তার ওপর ছড়িয়ে পড়ে এবং কাছেই এক অজ্ঞাতপরিচয় পথচারীর মৃত্যু হয়।
দুর্ঘটনার কারণে চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয়রা ছড়িয়ে থাকা সিলিন্ডার চুরি রোধের দায়িত্ব পালন করেন। মহাসড়কের নিজামপুর বাজার থেকে বড়তাকিয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পাশের বিকল্প রাস্তায় যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকে ধাক্কা দেয়। কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম হোসেন বলেন, “উদ্ধারকাজ শুরু হয়েছে। নিহত ব্যক্তি একজন পথচারী। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকের চালক ও সহকারীর সন্ধান এখনও মেলেনি।”
সাবরিনা রিমি/










