রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে একাধিক অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা শিক্ষাবান্ধব পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সংশ্লিষ্ট রাকসু জিএসের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়নের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মসূচি সফল করতে প্রত্যেক হল ও অনুষদের নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।
কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, উপযুক্ত মানসিক চিকিৎসা ও পরিচর্যার অভাবে রাবিতে মানসিক ভারসাম্যহীন আচরণের ঘটনা বাড়ছে। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসাকেন্দ্র ও বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও সংশ্লিষ্টদের অবহেলায় রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের আচরণ দিন দিন আরও অশোভন হয়ে উঠছে, যা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তার মানসিক চিকিৎসার যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে ছাত্রদল কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে টানানো একটি ব্যানার গতকাল দুপুরে ছিঁড়ে ফেলেন সালাহউদ্দিন আম্মার। ব্যানারটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের পাশে প্যারিস রোডে টানানো ছিল। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ব্যানার অপসারণের সময়সীমা বেঁধে দেন।
এর আগেও পোষ্য কোটা ইস্যু, ডিনদের পদত্যাগ দাবি এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলানোর ঘটনায় রাকসু জিএসের বিরুদ্ধে একাধিকবার বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা গেছে।
/মালিহা










