নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বকে কেন্দ্র করে “উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে ১৮ জানুয়ারি, রবিবার, ঢাকার ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে। সংলাপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন নারী নেত্রীবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ-তরুণী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, ব্যারিস্টার জাইমা রহমান মঞ্চে বক্তব্য রাখেন। গত ২৫ ডিসেম্বর বাবার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরার পর এটিই তাঁর প্রথম জনপরিসরে ও নীতিনির্ধারণী পর্যায়ে বক্তব্য।
বক্তব্যে জাইমা রহমান দেশের অর্থনীতি ও জিডিপিতে নারীর অবদানের অপ্রকাশিত অবস্থা তুলে ধরে বলেন, “আমার মা একজন কার্ডিওলজিস্ট এবং একজন গৃহিণী; তিনি একসাথে দুটো ক্ষেত্রই সমানভাবে পরিচালনা করছেন। আমার দাদি বেগম খালেদা জিয়া একটি দলের নেতৃত্ব দিয়েছেন এবং নারী শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তবে দেশের অর্থনীতি ও জিডিপিতে নারীর অবদান এখনও দৃশ্যমান নয়।”
তিনি আরও বলেন, “৭০ শতাংশ নারী ফেসবুকে প্রতিনিয়ত হ্যারেসমেন্টের শিকার হচ্ছেন। আমাদের সবার নিজস্ব জায়গা থেকে দেশের জন্য কিছু করতে হবে। মেয়েদের আত্মবিশ্বাসই তাদের ক্ষমতায়নের সবচেয়ে বড় শক্তি, আর লিঙ্গ বৈষম্য দূর করতে পারলে নারীরা সহজেই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
সংলাপে দেশের নারী নেতৃত্ব, ক্ষমতায়ন, নিরাপত্তা, অর্থনৈতিক অংশগ্রহণ ও উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্বে অংশগ্রহণ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা কাঠামোসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়।
সূত্র: টেকজুম
সাবরিনা রিমি/










