পুরান ঢাকার মেসে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুরান ঢাকার ভাট্টিখানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

একই মেসে থাকা ইশতিয়াক নামের এক শিক্ষার্থী জানান, তিনি পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনা করছিলেন। এ সময় আকাশ সরকারের বান্ধবী তাকে ফোন দিলে তিনি রুমের দরজায় ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে গেলে ভেতরে আকাশ সরকারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন।

গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বলেন, “সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছি। ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/মালিহা