তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আজ ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার বিকেল ৩টায় শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

সংগঠনের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে তারেক রহমানের ঐতিহাসিক ফেরাকে উদযাপনে এই কর্মসূচির ডাক দিয়েছেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।