জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু হচ্ছে আগামীকাল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে রোববার (১৮ জানুয়ারি)। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে তিন ধাপে সম্পন্ন হবে এবারের ভর্তি প্রক্রিয়া, যা চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ’, ‘বি’, ‘সি’, ‘সি-১’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের অধিভুক্ত বিভাগসমূহ এবং আইবিএ–জেইউতে ভর্তির জন্য আসনসংখ্যার দশ গুণের মধ্যে থাকা প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিষয়ভিত্তিক পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। ভর্তির ওয়েবসাইট academic.juniv.edu-এ গিয়ে Bachelor (Honours) অপশনে ক্লিক করে অনলাইনে এ ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম ফরম পূরণ না করলে কোনো আবেদনকারীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর তৃতীয় ধাপে ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্ধারিত কাগজপত্র সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিল করে অপেক্ষমাণ তালিকা থেকে আসন পূরণ করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থীদের পূরণ করা বিষয় পছন্দক্রম পরবর্তীতে পরিবর্তনের সুযোগ থাকবে না। পাশাপাশি নির্ধারিত নিয়ম অনুসারে মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির প্রক্রিয়া পরিচালিত হবে।
মালিহা










