খাগড়াছড়ির পাহাড়ি জনপদে শীত মানেই শুধু ঠান্ডা নয় এর সঙ্গে যুক্ত হয় অসুখ, অনিশ্চয়তা ও চিকিৎসাবঞ্চনার দীর্ঘ বাস্তবতা। সেই বাস্তবতায় রাষ্ট্রীয় মানবিক সহায়তার এক কার্যকর উদাহরণ তৈরি করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। দীঘিনালা উপজেলায় একযোগে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাবুছড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে তিন শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। একই সময়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে চার শতাধিক রোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
এই মানবিক কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি। তাঁর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে পাহাড়ি এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হয়।
ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি’র নেতৃত্বে চিকিৎসক দল শীতজনিত রোগ, চর্মরোগ ও সাধারণ স্বাস্থ্য সমস্যার চিকিৎসা প্রদান করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যকেন্দ্র দূরে হওয়ায় সাধারণ রোগেও চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ে। বিজিবির এই উদ্যোগ তাদের কাছে শুধু সহায়তা নয়, বরং নিরাপত্তা ও মানবিক সংযোগের অনুভূতি তৈরি করেছে।
বিশ্লেষণমূলকভাবে বলা যায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ড বিজিবির সামাজিক ভূমিকার বিস্তৃতি নির্দেশ করে। এমন উদ্যোগ পাহাড়ি অঞ্চলে রাষ্ট্রের উপস্থিতি দৃশ্যমান করার পাশাপাশি জনআস্থাও সুদৃঢ় করে।
শীতের দিনে কম্বল আর অসুস্থতায় চিকিৎসা এই দুই সহায়তা মিলিয়ে দীঘিনালায় বিজিবির কর্মসূচি প্রমাণ করে, মানবিক দায়িত্ব পালনেও সীমান্তরক্ষীরা অগ্রভাগে।
মোঃ লোকমান হোসেন,দীঘিনালা










