আইইউটি-তে জমজমাট আয়োজনে বিয়ন্ড দ্য মেট্রিক্স অনুষ্ঠিত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) অনুষ্ঠিত হয়েছে বিয়ন্ড দ্য মেট্রিক্স উৎসব-এর সিজন-৩। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ব্যবসার বাস্তব অবস্থা, দায়িত্ব গ্রহণ এবং চাকরির বাজারে প্রবেশের প্রস্তুতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে প্রতি বছরই এই অনুষ্ঠানটির আয়োজন হয়। জমজমাট ওই আয়োজনের উদ্দেশ্য ছিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যবসার বাস্তব কেস স্টাডি, কৌশলগত পরিকল্পনা এবং সৃজনশীল বিজ্ঞাপনের মাধ্যমে পেশাদার জগতে দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া।

উৎসবের প্রধান আকর্ষণ ছিল এডমেট্রিক্স ও বিজমেট্রিক্সের ফাইনাল রাউন্ড। এডমেট্রিক্সের ফাইনাল রাউন্ডে বিচারক ছিলেন কালের কণ্ঠ পত্রিকার বার্তা প্রধান ফারুক মেহেদী, ব্র‍্যাকের কনসালটেন্ট ও ফিল্ম ডিরেক্টর মুমতাহিন সিফাত এবং প্রোডাকশন হাউজ ডটবার্থের ক্রিয়েটিভ ডাইরেক্টর গিয়াস উদ্দিন শাহীন।

সামাজিক যোগাযোগমাধ্যম পর্দায়ে সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে তীব্র প্রতিযোগিতার পর দুটি পর্বে সম্পন্ন হয় সৃজনশীল বিজ্ঞাপনের (এডমেট্রিক্স) মাধ্যমে পেশার দক্ষতা অর্জনের প্রতিযোগিতা। এ পর্বেও ৬টি দল অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারীরা ভিডিও নির্মাণের মাধ্যমে তাদের প্রতিভা উপস্থাপন করে।

ব্যবসার কেস স্টাডি (বিজমেট্রিক্স) পর্বে মোট তিনটি কেস একক পর্বের জন্য পাঠানো হয়। এতে প্রায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজমেট্রিক্সের বিচারক ছিলেন জাপান টোব্যাকোর ইভান পুকশিলস, রবির পরিচালক রোবায়েত আকরাম ও মারিকো বাংলাদেশের সাপ্লাই চেন প্লানিং হেড সৈয়দ সাজ্জাদ আলী।

উৎসবে প্লাস্টিক পণ্য, গহনা, খাবার, সুগন্ধি ইত্যাদি বিক্রির বিভিন্ন স্টলও ছিল। যা ইভেন্টটিকে আরো রঙিন করে তুলে। প্রতিযোগিতা শেষে বিজয়ী সব টিমের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
-সাইমুন