বছরের শুরুতেই কাজে ব্যস্ত তারকারা

বছরের শুরুতেই চলচ্চিত্র, নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে একের পর এক নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড তারকারা। সেই তালিকায় শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, আদর আজাদ থেকে শুরু করে অপু বিশ্বাস, শবনম ইয়াসমিন বুবলী, নুসরাত ফারিয়া, পূজা চেরি, আজমেরী হক বাঁধন, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকেই।

শাকিব খানের নতুন ছবি প্রিন্স : ঢালিউট কিং শাকিব খান ‘ওয়ানস আপন আ টাইম ইন’-এর জন্য এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে অভিনেতা আলী রাজ, বড়দা মিঠুসহ অন্য শিল্পীরা শ্রীলঙ্কা গিয়েছেন। সেখানে বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। এর আগে শাকিব ছাড়া ঢাকায় প্রথম লটের শুটিং হয়েছে।

‘সিক্রেট’ সিনেমা দিয়ে বছরের শুরুতেই ক্যামরোর সামনে দাড়ান চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটির প্রথম লটের শুটিং হয়েছে। রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি অপুর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। এ সিনেমার মাধ্যমে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন বগুড়ার এই দুই শিল্পী।

এই মুহূর্তে শ্রীলঙ্কায় শুটিং চলছে চিত্রনায়ক সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমার। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমার শুটিং গত বছরের ডিসেম্বরে এফডিসি দিয়ে শুরু হয়। জানা গেছে, শ্রীলঙ্কায় সিয়ামের বিপরীতে গান ও দৃশ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন ওপার বাংলার নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে সিনেমার দৃশ্য ধারণ চলবে বলে শ্রীলঙ্কা থেকে জানিয়েছেন সিয়াম। সিনেমাটি নিয়ে আশাবাদী এই নায়ক।

এদিকে, এফডিসিতে গত মঙ্গলবার সরেজমিন দেখা যায়, নারীদের নিয়ে একটি সচেতনতামূলক গানের ভিডিওতে অংশ নিয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার, কাজী নওশাবা আহমেদ। শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর গানে পারফরম্যান্স করেছেন তারা। গানে রয়েছে ঐশীরও উপস্থিতি।

জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরি পাবনায় রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে নেট দুনিয়ায় শুটিংয়ের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে গেছে। এ সিনেমার মাধ্যমে প্রায় ১৫ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের নন্দিত অভিনেত্রী ডলি জহুর। সর্বশেষ ২০১১ সালে তাকে সিনেমায় দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে দূরে থাকলেও মাঝেমধ্যে নাটকে অভিনয় করেছেন তিনি। ‘দম’-এর মাধ্যমে চলচ্চিত্রে প্রত্যাবর্তন ঘটছে এই অভিনেত্রীর। এ ছাড়া সম্প্রতি চঞ্চল চৌধুরী পাবনায় শুটিং করে এসেছেন। জানা গেছে, ‘দম’ সিনেমায় ডলি জহুর অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে। সিনেমাতে পুত্রবধূর ভূমিকায় রয়েছেন পূজা চেরি।

বিরতি পেরিয়ে ফেরা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এফডিসির নিয়মিত সিনেমা বহু বছর করিনি। এই সিনেমার গল্প, লোকেশন ও পরিচালকের কাজের ধরন ভালো লাগায় সিদ্ধান্ত নেই আবারও চলচ্চিত্রে অভিনয়ের।’

প্রায় তিন বছরের বিরতি টেনে আবারও রায়হান রাফির পরিচালনা কাজ করলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। নায়কহীন ‘ প্রেশার কুকার’ সিনেমায় তাকে দেখা যাবে। এর আগে এই নির্মাতার ‘৭ নাম্বার ফ্লোর’ ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হয়েছিলেন। পাশাপাশি ব্যক্তিজীবনে সমালোচনায় জড়ান এই অভিনেত্রী। বুবলীর পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন জার্নি, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হবে সিনেমার নাটকীয়তাÑএমনটাই জানা গেছে।

নতুন সিনেমা নিয়ে বুবলী বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’

এ ছাড়া মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, মাসুমা রহমান নাবিলা, শ্যামল মাওলারা অংশ নেন ‘বনলতা এক্সপ্রেস’ নামের নতুন একটি সিনেমায়। এটি পরিচালনা করছেন তানিম নূর। নন্দিত লেখক হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। সম্প্রতি এফডিসিতে সিনেমাটির শুটিংয়ে অংশ নেন তারা। নতুন সিনেমা নিয়ে বাঁধন বলেন, ‘খুব ভালো একটি গল্প ও চরিত্রে অভিনয় করছি। দর্শকদের অবশ্যই ভালো লাগবে।’

এ ছাড়া সম্প্রতি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ শেষ করেছেন চিত্রনায়ক আদর আজাদ। রায়হান খান পরিচালিত সিনেমাটির কাজ প্রায় শেষের দিকে। শিগগিরই ‘দুর্বার’ সিনেমার শেষ লটের শুটিংয়ে অংশ নেবেন অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল।

মাহমুদ সালেহীন খান