টস শেষে ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না জাওয়াদ

জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। তবে ম্যাচ শুরুর আগেই মাঠের বাইরের উত্তেজনা ছড়িয়ে পড়ল ২২ গজে। টস শেষে প্রচলিত রীতি অনুযায়ী ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের প্রতিনিধি জাওয়াদ আবরার। মূলত দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার চলমান চরম অস্থিরতার প্রেক্ষাপটে জাওয়াদের এই আচরণকে একটি ‘নীরব প্রতিবাদ’ হিসেবে দেখা হচ্ছে।

ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কের অবনতি শুরু হয়েছে গত এক বছর ধরে। ২০২৩ সালে ভারত দল বাংলাদেশ সফরে আসেনি। এরপর ২০২৬ সালের শুরুতে ‘চলমান পরিস্থিতির’ দোহাই দিয়ে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) কঠোর অবস্থান নেয় এবং নিরাপত্তার অজুহাতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানায়। এই রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের রেশ ধরেই আজ হাত মেলানো এড়িয়ে গেলেন জাওয়াদ।

বৃষ্টির কারণে টস কিছুটা দেরিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম অনিবার্য কারণে টসের সময় উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে প্রতিনিধি হিসেবে মাঠে যান জাওয়াদ আবরার। টস ভাগ্য অবশ্য বাংলাদেশের পক্ষেই এসেছে। বুলাওয়ের ভেজা উইকেটে সুবিধা নিতে জাওয়াদ টস জিতে ভারতকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানান।

এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের ম্যাচে দুই দলের অধিনায়কদের হাত মেলাতে দেখা যায়নি। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সেই ‘ট্রেন্ড’ এবার দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। মাঠের লড়াই শুরুর আগেই এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়া বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

যুব ক্রিকেটে ভারতের বিপক্ষে শেষ তিন ম্যাচের দুইটিতেই জিতেছে বাংলাদেশ। মাঠের বাইরের এই উত্তেজনাকে শক্তিতে রূপান্তর করে জাওয়াদ আবরাররা আজ জয়ের ব্যবধান আরও বাড়াতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।

-এম. এইচ. মামুন