মালয়ালম থেকে বলিউডে যাত্রা কল্যাণী

মালয়ালম অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনের বলিউডে অভিষেকের সম্ভাবনা কিছুদিন ধরেই জোরদারভাবে শোনা যাচ্ছে। রণবীর সিং অভিনীত সম্ভাব্য ছবি প্রলয়-এর সঙ্গে তাঁর নাম উঠেছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, কল্যাণী স্বীকার করেছেন যে বলিউডসহ বিভিন্ন ভাষার সিনেমা থেকে তিনি প্রস্তাব পাচ্ছেন। এক ভিডিও সাক্ষাৎকারে তিনি নিজের নতুন যাত্রা ও সিনেমা জীবনের অভিজ্ঞতা খোলাখুলি ভাগ করেছেন।

ভারতে সুপারহিরো ঘরানা দেরিতে জনপ্রিয় হওয়ার কারণ নিয়েও মন্তব্য করেছেন কল্যাণী। তিনি বলেন, “আমাদের দেশের নায়করা নানা কাজ করেন যা বাস্তবে সম্ভব নয়। তাই এগুলোকে আলাদা করে সুপারহিরো ছবি বলা হয়নি। মালয়ালম ইন্ডাস্ট্রিতে বাস্তব কাহিনির প্রতি ঝোঁক বেশি, তাই এই ঘরানার ছবি তৈরি করতে হয়েছে।”

কল্যাণী অভিনীত সুপারহিরো ছবি লোকাহ: চ্যাপ্টার ১-চন্দ্র মালয়ালম সিনেমার ইতিহাসে নতুন দিগন্ত খুলেছে। এটি সর্বকালের সর্বোচ্চ আয় করা মালয়ালম ছবি এবং ভারতের প্রথম নারী সুপারহিরো চলচ্চিত্র হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ছবিটি সমান সাফল্য দেখিয়েছে।

ছবির সাফল্যে নিজেকে ভাগ্যবতী মনে করছেন কল্যাণী। তিনি বলেন, “আমরা এমন একটি ছবি বানাতে পেরেছি যা দর্শকদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। মানুষ একাধিকবার প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন।”

ছবির মুক্তির আগে তুলনার চাপ ছিল বলে স্বীকার করেছেন কল্যাণী। তবে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে স্বস্তি পেয়েছেন। দক্ষিণের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী অল্প সময়েই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এবং কমেডি ঘরানায় কাজের আগ্রহ প্রকাশ করেছেন।

‘লোকাহ’র সাফল্য কল্যাণীর সামনে নতুন দরজা খুলেছে। মালয়ালম ছাড়াও হিন্দি, তেলেগু, কন্নড় ও মারাঠি সিনেমা থেকে প্রস্তাব পাচ্ছেন তিনি। হিন্দি ছবিতে কাজ করতে ইচ্ছুক হলেও, কল্যাণীর মূল ফোকাস গল্পের গুণমান।

বিথী রানী মণ্ডল/