মানিকগঞ্জে মাঝ রাতে খোলা আকাশের নিচে শুয়ে থাকা ভাসমান দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ডেবোনায়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার রাত ১২ টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড বাস টার্মিনাল এলাকায় এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রায় পাঁচ শতাধিক মানুষ খোলা আকাশের নিচে ঘুমায়। দিন দিন এই সংখ্যা বাড়ছে। গত ১৬ বছর যাবত এই কর্মসূচিটি বাসস্থানহীন দুস্থদের জন্য আয়োজন করে যাচ্ছে শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদ।
আয়োজিত কর্মসূচীতে সংগঠনটির সভাপতি নেহায়েত হাসান সবুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহ্ জাহাঙ্গীর আলম বিস্বাস, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক কাজী বিপু রহমান, শিশির কুমার, জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিহির, জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সমাজ সেবী সেফালী আক্তার, মাজেদুল ইসলাম, কাজী প্রাচুর্য রহমান, শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী হালিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম রবি, দপ্তর সম্পাদক জিসানুর রহমান প্রমূখ।
অভি হাসান , মানিকগঞ্জ প্রতিনিধি










