আগে আমি কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করিনি

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী নতুন সিনেমায় যুক্ত হয়েছেন । লীসা গাজীর ‘শাস্তি’ সিনেমায় দেখা যাকে তাকে। এ সিনেমায় আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এ সময় চঞ্চল চৌধুরী জানান, ‘শাস্তি’ সিনেমা তার ক্যারিয়ারের বিশেষ একটি সিনেমা হতে যাচ্ছে। কেন এ সিনেমা তার জন্য একটু বিশেষ সেটি নিয়েও অভিনেতা কথা বলেন।

তার ভাষ্য, ‘‘এর আগে আমি কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করিনি। এবার সুযোগ এসেছে তাই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাই।’’

এ সময়ের ওটিটি ও সিনেমা প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘‘অন্য কোন দিকে আমরা কতটা এগিয়ে গেছি তা বলতে পারব না। তবে সিনেমা ওটিটিতে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমাদের দেশে এখন ভালো ভালো সিনেমা হচ্ছে। আশা করি সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আমাদের ‘শাস্তি’ সিনেমা।”

মাহমুদ সালেহীন খান