বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল হোস্টিং ডটকম

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান হোস্টিং ডটকম বাংলাদেশে সরাসরি ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ উপলক্ষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, হোস্টিং ডটকমের প্রবেশে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হবে।

উদ্বোধনী বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আন্তর্জাতিক মানের একটি হোস্টিং প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হওয়ায় দেশে ক্লাউড সেবা, সার্ভার ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, এসইও এবং ডোমেইন খাতে প্রতিযোগিতা বাড়বে। এতে সেবার মান উন্নত হবে এবং ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সেব দে লেমোস জানান, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মে বর্তমানে বিশ্বজুড়ে ৩০ লাখের বেশি ওয়েবসাইট সক্রিয় রয়েছে এবং গড়ে প্রতি ১৫ সেকেন্ডে নতুন একটি ওয়েবসাইট যুক্ত হচ্ছে। তিনি বলেন, ২০টিরও বেশি ডেটা সেন্টার এবং এক হাজারের বেশি দক্ষ জনবল নিয়ে হোস্টিং ডটকম গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সেবা প্রদান করে আসছে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখে হোস্টিং ডটকম বাংলা ভাষায় গ্রাহকসেবা দেবে। পাশাপাশি স্থানীয় মুদ্রায় বিল পরিশোধের সুবিধাও চালু করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

সাবরিনা রিমি/