জামায়াতে ইসলামীর বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেছেন, এটা উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর মতো ব্যপার হয়ে গেলো”। আজ আগারগাঁওয়ের নির্বাচবান ভবনের নির্বাচন কমিশনে বইঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। তিনি বলেন, দেশে ঘোষিত সময়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হোক সেটা আমরা চাই।
তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী অতীতের গ্লানি, তামাশা থেকে মুক্ত হয়ে সুষ্ঠু নির্বাচন পায় সেই দাবি করছি সব সময়। তিনি আরো বলেন, প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত না হলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।
তিনি এছাড়াও বলেন, এখন প্রচার প্রচারণা হওয়ার কথা নয়, বেশ কিছু এলাকায় বিশেষ বিশেষ কিছু দলের প্রার্থীরা অবাধে প্রচারণা করছেন।
তিনি বলেন, এই কমিশনের সহায়তায় কেউ বিশেষ সুবিধা পেলে তা ইনজাস্টিস হবে, সবাইকে সমান সুযোগ দিতে হবে।
তিনি বলেন, সরকারের অর্থায়নে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি এবং ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ডের বাহানা দিয়ে ভোটারদের প্রতারিত করা হচ্ছে।
পরিশেষে তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা অভিযোগ মিথ্যা। এটা “উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর মতো ব্যপার হয়ে গেলো” ।
_এজাজ আহাম্মেদ/মামুন










