নঈম নিজাম-বোরহান কবীরসহ ৩ সাংবাদিকের মামলা বাতিল

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারাগুলো বাতিল হওয়ায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বাদী হয়ে নঈম নিজামসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। মামলার আরজিতে বলা হয়েছিল, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ইনসাইডারে তাকে জড়িয়ে ‘মানহানিকর’ ও ‘ভিত্তিহীন’ সংবাদ প্রকাশ করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।

আদালত সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার সম্প্রতি সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কিছু বিতর্কিত ধারা বাতিল ঘোষণা করেছে। বর্তমান আইনি কাঠামোয় ওই ধারাগুলোর আর কোনো কার্যকারিতা না থাকায় বিবাদীপক্ষের আইনজীবী এনামুল হক মামলা বাতিলের আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে আসামিদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

মামলার মূল অভিযোগ ছিল একটি সংবাদকে কেন্দ্র করে। ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে ‘নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে অভিযোগ করা হয়েছিল যে, ব্যারিস্টার সারোয়ার রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। পরদিন বাংলা ইনসাইডারেও অনুরূপ একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ব্যারিস্টার সারোয়ার এই অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আদালতে আশ্রয় নিয়েছিলেন। তবে আইনি পরিবর্তনের ফলে প্রায় তিন বছর পর মামলাটির পরিসমাপ্তি ঘটল।

-এম. এইচ. মামুন