পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকির উদ্যোগে পাবনার বিভিন্ন অঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পাবনার বিভিন্ন এলাকায় সংগঠনটির উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ বিতরণ করা হয়।
গত সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রাশেদুল হক, সংগঠনটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিব হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শীতবস্ত্র গ্রহণকারী আব্দুর রহিম মিঞা বলেন, ‘আমি খুব খুশি হয়েছি। এই শীতে আমাদের অনেক কষ্ট করতে হয়। আজ শীতবস্ত্র পেয়ে অন্তত কিছুটা হলেও শীত থেকে রক্ষা পাব। আল্লাহ যেন আপনাদের এভাবে সাধারণ মানুষের পাশে থাকার তৌফিক দেন।
সংগঠনটির সভাপতি মো: শরিফুল ইসলাম বলেন,”প্রতিবারের ন্যায় জোনাকি সংগঠন শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো পাবনা জেলাতেও শীতের তীব্রতা বেশি অনুভূত হয়, যেখানে অসহায় মানুষ—বিশেষ করে বৃদ্ধ ও বৃদ্ধারা—চরম কষ্টে দিন কাটান। জোনাকির পক্ষ থেকে ক্যাম্পাসের আশপাশ ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে, যেখানে সাধারণত সহায়তা পৌঁছায় না, সেখানে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, সদস্যদের প্রচেষ্টা ও শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় এ বছরও আমরা এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি।”
সাধারণ সম্পাদক রাকিব হাসান বলেন, পাবিপ্রবির অন্যতম সেচ্ছাসেবী সংগঠন “জোনাকি তার প্রতিষ্ঠালগ্ন (২০১৬) থেকে অবহেলিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রক্ত সংগ্রহ, আর্থিক সহায়তা ও মানবিক নানা উদ্যোগের পাশাপাশি প্রতিবছরের মতো এ বছরও শীতকালে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ক্যাম্পাস ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে এই সহায়তা পৌঁছে দিতে পেরেছি। এই মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
ভাস্কর চন্দ্র রায়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়










