নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

নতুন কর্মসূচি দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ছেড়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে সায়েন্সল্যাব এবং টেকনিক্যাল মোড় থেকে সরে যান তারা।

দাবি আদায়ে অনড়ের কথা উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, সোমবার (১৯ জানুয়ারি) আবারও সায়েন্সল্যাব মোড় ব্লকেড করে গণজমায়েত মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা।

একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষেও জড়ান তারা। এসময় ভাঙচুর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস। একই সময়ে টেকনিক্যাল মোড়েও অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

অবিলম্বে অধ্যাদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

-মামুন