বিনামূল্যে আইটি প্রশিক্ষণে আবেদনের সুযোগ আইএসডিবি-বিআইএসইডব্লিউতে

নন-আইটি স্নাতক ও ডিপ্লোমাধারীদের দক্ষ করতে আইএসডিবি-বিআইএসইডব্লিউর ৭২তম রাউন্ডে সম্পূর্ণ বিনা মূল্যে আইটি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বর্তমানে অনলাইনে শুরু হয়েছে।

দেশের যুবসমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করতে আবারও আইটি স্কলারশিপের সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্‌ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ‘আইটি স্কলারশিপ প্রোগ্রামের’ আওতায় বর্তমানে ৭২তম রাউন্ডের আবেদন গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সরকার ও সৌদি আরবের জেদ্দাস্থ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রকল্পে প্রতিটি শিক্ষার্থীর পেছনে প্রায় দুই লাখ টাকা মূল্যের প্রশিক্ষণ ব্যয় বহন করে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য রয়েছে নিজস্ব প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরির নিশ্চয়তা। উল্লেখ্য, এই প্রোগ্রামের অধীনে এ পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে, যাদের ৯২ শতাংশই বর্তমানে দেশে-বিদেশে তিন হাজারেরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত।

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা ফাজিল পাস অথবা মাস্টার্স বা কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া কম্পিউটার, টেলিকমিউনিকেশন, সিভিল ও আর্কিটেকচারসহ নির্দিষ্ট কিছু বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাও সুযোগ পাবেন। তবে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ার, ডাক্তার ও আইনজীবীরা এই স্কলারশিপের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

স্নাতক ও সমমানদের জন্য লারাভেল, স্প্রিং বুট, ওরাকল ডেটাবেজ, নেটওয়ার্ক সলিউশন এবং গ্রাফিকস ও ভিডিও এডিটিংয়ের মতো আধুনিক কোর্স রয়েছে। অন্যদিকে, ডিপ্লোমাধারীদের জন্য আর্কিটেকচারাল ক্যাড, ক্লাউড কম্পিউটিং ও থ্রি-ডি ভিজ্যুয়ালাইজেশনসহ বিভিন্ন কারিগরি কোর্স অফার করা হচ্ছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা: apply.isdb-bisew.info। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানটির মূল ওয়েবসাইট www.isdb-bisew.org ভিজিট করা যাবে।

মালিহা