বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মৌসুমের প্রথম জয় রাদুকানুর

ছবিঃ বিবিসি

বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হওয়ার পর ফিরে এসে চলতি মৌসুমের প্রথম জয় তুলে নিলেন ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানু। হোবার্ট ইন্টারন্যাশনালে কলম্বিয়ার ক্যামিলা ওসোরিওকে সেটে সরাসরি হারিয়ে জয় নিশ্চিত করেন তিনি।

২৩ বছর বয়সী রাদুকানু ম্যাচের প্রথম সেট জিতে নিয়েছিলেন। তবে মঙ্গলবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় দ্বিতীয় সেটে ৪-২ ব্যবধানে পিছিয়ে ছিলেন তিনি। বুধবার ম্যাচ পুনরায় শুরু হলে সেই ব্রেক ঘাটতি কাটিয়ে উঠে শেষ পর্যন্ত ৬-৩, ৭-৬ (৭-২) ব্যবধানে জয় পান সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন।

জয় নিশ্চিত করার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শীর্ষ বাছাই রাদুকানুকে।

চোটের কারণে দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ ম্যাগডালেনা ফ্রেচ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় একই দিনে দুটি ম্যাচ খেলতে হয়নি রাদুকানুকে। ফলে সরাসরি কোয়ার্টার-ফাইনালে উঠে যান তিনি।

কোয়ার্টার-ফাইনালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওয়াইল্ডকার্ড খেলোয়াড় টেলাহ প্রেস্টনের মুখোমুখি হবেন রাদুকানু। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতির অংশ হিসেবেই এই টুর্নামেন্ট খেলছেন তিনি।

ম্যাচ শেষে রাদুকানু বলেন, “খুব, খুব কঠিন একটি ম্যাচ ছিল। সব ধরনের আবহাওয়ার মধ্যেই খেলতে হয়েছে, বারবার খেলা বন্ধ ও শুরু হওয়াটা সত্যিই কঠিন ছিল।”

তিনি বলেন “আমি অনেক ম্যাচের মাঝখানে ঘুমাইনি আগে, তাই এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। ক্যামিলা অসাধারণ খেলেছে বলে আমি মনে করি। আজ যেভাবে আমি ফিরে এসে ম্যাচটা ঘুরিয়ে দিতে পেরেছি, তাতে আমি সত্যিই সন্তুষ্ট।”

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮২ নম্বরে থাকা ওসোরিওকে হারিয়ে এই জয়টি ছিল বিশ্ব র‌্যাঙ্কিং ২৯ নম্বরে থাকা রাদুকানুর গত সেপ্টেম্বরের পর প্রথম জয়। চোটের কারণে তিনি ২০২৫ মৌসুম আগেভাগেই শেষ করতে বাধ্য হয়েছিলেন।

অফ-সিজনেও পুরোপুরি স্বস্তিতে ছিলেন না রাদুকানু। ডান পায়ে ‘হালকা হাড়ের আঘাত’ পাওয়ায় তার প্রস্তুতি ব্যাহত হয়।

চলতি বছরে এটি ছিল রাদুকানুর দ্বিতীয় ম্যাচ। এর আগে ইউনাইটেড কাপে মারিয়া সাক্কারির কাছে হেরে যান তিনি। উল্লেখ্য, সেই ম্যাচটি খেলতে নামার মাত্র দুই সপ্তাহ আগেই অনুশীলনে পুরোপুরি শট মারা শুরু করতে পেরেছিলেন রাদুকানু।

তবে কঠিন আবহাওয়া ও দ্বিতীয় সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে নিজের মানসিক দৃঢ়তার পরিচয় দেন তিনি এবং হোবার্টে ইতিবাচক শুরু নিশ্চিত করেন।

সূত্রঃ বিবিসি

-এমইউএম