নিখোঁজ শিশু উদ্ধারে জাতীয় জরুরি সতর্ক ব্যবস্থা চালু

ছবি: সংগৃহীত

নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার এবং অপহরণ প্রতিরোধে বাংলাদেশে চালু হলো প্রথম জাতীয় পর্যায়ের জরুরি সতর্ক ব্যবস্থা ‘মিসিং আরজেন্ট নোটিফিকেশন অ্যালার্ট’। এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে ২৪ ঘণ্টার টোল–ফ্রি হটলাইন ১৩২১৯।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর মিসিং চিলড্রেন সেল এই কর্মসূচি বাস্তবায়ন করছে। জিরো মিসিং চিলড্রেন প্ল্যাটফর্ম–এর সহযোগিতায় গড়ে ওঠা এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা যুক্তরাষ্ট্রের বহুল পরিচিত অ্যাম্বার অ্যালার্ট প্রোগ্রাম থেকে অনুপ্রাণিত।

কোনো শিশু নিখোঁজ বা অপহরণের আশঙ্কা দেখা দিলে যাচাই শেষে সঙ্গে সঙ্গে জরুরি সতর্কবার্তা প্রচার করা হবে। সরকারি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল বিলবোর্ড এবং এসএমএসের মাধ্যমে এসব বার্তা দেশব্যাপী পৌঁছে দেওয়া হবে। এতে সাধারণ মানুষ সরাসরি উদ্ধার কার্যক্রমে যুক্ত হতে পারবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ অ্যালার্ট ব্যবস্থায় শিশুর নিরাপত্তা, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব পাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শিশু নিখোঁজের পর প্রথম কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ; এই সময় দ্রুত তথ্য ছড়িয়ে দেওয়া উদ্ধার সফলতার সম্ভাবনা বাড়ায়।

নিখোঁজ শিশুর বিষয়ে তথ্য জানাতে ৯৯৯, সিআইডি মিসিং চিলড্রেন সেল (০১৩২০০১৭০৬০) অথবা হটলাইন ১৩২১৯–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

-সাবরিনা রিমি