বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়ায় নতুন আইসিটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত খসড়া সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
খসড়ার প্রস্তাব অনুযায়ী, ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ করা হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি, প্রশাসনিক কাঠামো, দক্ষতা এবং আর্থিক বিধি-বিধান বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং ভাইভার জন্য ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে।
এদিকে, এনটিআরসিএকে ২০২৫ সালে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কতজন যোগদান করেছেন এবং কতজনের এমপিও হয়নি—এই তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৪১,৬২৭ জন শিক্ষকের নিয়োগ সুপারিশ করা হয়েছিল। সুপারিশপ্রাপ্তদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজনের যোগদান পরবর্তী পদায়ন সম্ভব হয়নি বা সমস্যা রয়েছে, এবং যোগদানকৃতদের মধ্যে কতজন এমপিওভুক্ত হয়েছেন—এসব তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রেরণ করতে হবে। পাশাপাশি, যেসব শিক্ষক এখনও এমপিওভুক্ত হননি, তাদের তথ্যাদি আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রেরণ করতে বলা হয়েছে।
এই পদক্ষেপ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও প্রযুক্তিভিত্তিক করার পাশাপাশি, আইসিটি জ্ঞানকে বাধ্যতামূলক করে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে শিক্ষাবিভাগ আশা করছে।










