ইয়ামিন হত্যা মামলা: ৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের

সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে হত্যার পর পুলিশের সাজোয়া যান (এপিসি) থেকে রাস্তায় ফেলে দেওয়ার সেই নৃশংস ঘটনার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
আদালতের কার্যক্রম: এদিন সকালে মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চার সপ্তাহ সময় চান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। আদালত শুনানি শেষে আগামী ৯ ফেব্রুয়ারি পরবর্তী দিন নির্ধারণ করেন। শুনানির সময় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী ও শাহিদুল ইসলামসহ কারাবন্দি ৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার মোট ১৫ জন আসামির মধ্যে ৮ জন এখনো পলাতক রয়েছেন।
সেই ভয়ংকর ঘটনার স্মৃতি: ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্বরোচিত হামলার শিকার হন এমআইএসটির শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন। দুপুর দেড়টার দিকে পুলিশের এপিসির কাছে নিয়ে ইয়ামিনকে খুব কাছ থেকে বুকে গুলি করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ইয়ামিনকে মুমূর্ষু অবস্থায় এপিসির ওপরে ফেলে রেখে আন্দোলনকারীদের ভয় দেখাতে গাড়িটি এপাশ-ওপাশ প্রদক্ষিণ করানো হয়। একপর্যায়ে ইয়ামিনকে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয় এবং মৃত ভেবে এক পুলিশ সদস্য তাকে টেনে রোড ডিভাইডারের পাশে ফেলে দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইয়ামিনকে এপিসি থেকে ছুড়ে ফেলার সেই ভিডিওটি সারা বিশ্বে সমালোচনার ঝড় তুলেছিল। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে যাওয়ার অপেক্ষায়।
–লামিয়া আক্তার