পাবনার ২ আসনের নির্বাচন স্থগিতের বিরুদ্ধে আপিল বিভাগে নাজিব মোমেন

পাবনা-১ ও পাবনা-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনে আসন দুটিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনী কার্যক্রম পুনরায় শুরু করার নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এই আবেদনটি দায়ের করেন।
আবেদন জমা দেওয়ার পর ব্যারিস্টার নাজিব মোমেন সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্তটি অযৌক্তিক। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগের দ্বারস্থ হয়েছি। আশা করছি, চলতি সপ্তাহের মধ্যেই বিষয়টির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।”
এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন এক চিঠির মাধ্যমে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয়। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, ৫ জানুয়ারি আপিল বিভাগের এক আদেশের পরিপ্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই দুটি আসনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
পাবনার এই দুটি আসনের সীমানা নিয়ে আইনি জটিলতা দীর্ঘদিনের। গত বছরের ২৪ ডিসেম্বর ইসি একটি গেজেট প্রকাশ করে যেখানে সাঁথিয়া উপজেলার সঙ্গে বেড়া উপজেলার কিছু অংশ (পৌরসভা ও ৪টি ইউনিয়ন) যুক্ত করে পাবনা-১ এবং বাকি অংশ নিয়ে পাবনা-২ আসন গঠন করা হয়।
তবে ৫ জানুয়ারি আপিল বিভাগ ওই গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেন। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে গত বছরের ২৪ সেপ্টেম্বরের পুরনো গেজেটটি কার্যকর হয়ে যায়। ওই গেজেটে সাঁথিয়া উপজেলাকে এককভাবে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্রে পাবনা-২ আসন হিসেবে নির্ধারণ করা হয়েছিল। এই সীমানা পরিবর্তনের অস্থিরতার কারণেই ইসি আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর হাইকোর্ট সীমানা সংক্রান্ত ইসির একটি সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেছিলেন। ওই রায়ের বিরুদ্ধে বর্তমানে লিভ টু আপিল বিচারাধীন রয়েছে। এখন আপিল বিভাগের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পাবনার এই দুটি আসনে কবে নাগাদ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
-লামিয়া আক্তার