তুরস্কে বিনামূল্যে পড়াশোনার সুযোগ, ২০২৬–২৭ শিক্ষাবর্ষে “তুর্কি বুর্সলারি স্কলারশিপ”

ছবি- সংগৃহীত।

তুরস্ক সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশ থেকে শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা তুরস্কের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করতে পারবেন এবং মাসিক উপবৃত্তি, আবাসন সুবিধা, স্বাস্থ্যবিমা, বিমান যাতায়াত ও এক বছরের বিনামূল্যে তুর্কি ভাষা কোর্সসহ অন্যান্য সুবিধা পাবেন।

স্কলারশিপের আওতায় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৪৫০০ তুর্কি লিরা, স্নাতকোত্তরের জন্য ৬৫০০ তুর্কি লিরা এবং পিএইচডির জন্য প্রায় ৯০০০ তুর্কি লিরা প্রদান করা হবে। আবেদনের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষা দক্ষতা পূরণ করতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশিট, রেফারেন্স লেটার, মোটিভেশনাল লেটার, স্টেটমেন্ট অব পারপাস, রিসার্চ প্রপোজালসহ অন্যান্য নথি।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৬। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে সরকারি ওয়েবসাইটে গিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মালিহা