প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পেলে পরীক্ষা বাতিলের দাবি এনসিপির

ছবি- সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেছেন, পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়া উচিত যদি প্রশ্নফাঁসের অভিযোগের ন্যূনতম সত্যতা পাওয়া যায়।

তিনি বলেন, সরকারি নিয়োগ পরীক্ষায় বারবার অনিয়ম ও জালিয়াতির ঘটনা ঘটছে, যা প্রার্থীদের স্বপ্ন ও সততার ওপর মারাত্মক প্রভাব ফেলে। এনসিপি দাবি করেছে, অভিযোগের নিরপেক্ষ ও যথাযথ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনতে হবে।

মালিহা