রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখল বার্সা

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে জোরালো লড়াই শেষে ৩-২ গোলে জয় তুলে নিল বার্সেলোনা। জার্মান কোচ হান্সি ফ্লিকের অধীনে কাতালান জায়ান্টরা এই ট্রফি জিতল ১৬তমবার। ফ্লিকের কোচিং ক্যারিয়ারে এটি অষ্টম ফাইনাল এবং প্রতিবারই জয় নিশ্চিত—বার্সার হয়ে জার্মান কোচের চতুর্থ শিরোপা।

ফাইনালের নায়ক ছিলেন রাফিনহা। প্রথমার্ধে গোলের সুযোগ হাতছাড়া করলেও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজে গোল করে সমতায় ফেরান ভিনিসিয়ুসকে। এরপর লেভানডফস্কি বার্সার এগিয়ে যাওয়ার গোল করেন। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে রিয়াল আবার সমতায় ফেরে গঞ্জালো গার্সিয়ার গোল দিয়ে। কিন্তু ৭৩ মিনিটে রাফিনহার শট থেকে আসেন্সিওর পায়ে লেগে বক্সের ভেতর থেকে বল জালে গিয়ে বার্সা ৩-২ ব্যবধান তৈরি করে এবং জয়ের মুখ দেখে।

ম্যাচে দুই দলের গোল পাল্টা আক্রমণের নাটক ছিল চোখধাঁধানো। প্রথমার্ধের যোগ করা সময়ে তিনটি গোলের রোমাঞ্চ ২১ শতকের ক্লাসিকোয় বিরল। তবে দ্বিতীয়ার্ধে বার্সা বলের আধিপত্য ধরে রেখেই গোলের জন্য ১৬টি শট নেন এবং ৭টি শট লক্ষ্যভেদে যায়, যেখানে রিয়াল ১২ শটের ১০টি লক্ষ্যে রাখে।

রাফিনহার উপস্থিতি বার্সার খেলার ওপর প্রভাব ফেলেছে স্পষ্টভাবে। চোট থেকে ফিরে আসার পর এই ব্রাজিলিয়ান উইঙ্গার পাঁচ ম্যাচে সাতটি গোল করেছেন, আর বার্সা তার শুরুর পর থেকে ১৪ ম্যাচের ১৩টিতে জিতেছে। ফাইনালে তার দুই গোল এবং এক সহযোগিতামূলক খেলা বার্সাকে জয় এনে দিয়েছে।

ম্যাচের অন্যান্য নায়করা ছিলেন লেভানডফস্কি, পেদ্রি ও গোলকিপার হোয়ান গার্সিয়া, যিনি গুরুত্বপূর্ণ মুহূর্তে রিয়ালের শটগুলো আটকান। অপরদিকে রিয়ালের হয়ে ভিনিসিয়ুস ও গঞ্জালো গার্সিয়া দুটি গোল করেন। কিলিয়ান এমবাপে নামলেও শেষ পর্যন্ত রিয়াল জয়ের স্বাদ নিতে পারেনি।

ফাইনালের শেষ বাঁশি বাজতেই আনন্দে ভেসে ওঠে বার্সেলোনা। সবশেষ ছয়টি এল ক্লাসিকোর পাঁচটিতেই জয় নিশ্চিত করে কাতালান জায়ান্টরা, যেখানে রিয়াল এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চম হার ভোগ করে।

-এমইউএম