শাবিপ্রবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও আসনবিন্যাস প্রকাশ

ছবি- সংগৃহীত।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ও বিস্তারিত আসনবিন্যাস বর্তমানে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। যেসব আবেদনকারী সফলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র ও আসনবিন্যাস দেখতে পারবেন।

চলতি শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে মোট ১ হাজার ৫৬৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৮৫টি এবং ‘বি’ ইউনিটে ৫৮১টি আসন রয়েছে। এ ছাড়া পাঁচটি কোটায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এসব কোটার মধ্যে এথনিক মেরিট অ্যালোকেশনে ২৮টি, ডিজেবিলিটি মেরিট অ্যালোকেশনে ১৪টি, টি-লেবার মেরিট অ্যালোকেশনে ৫টি, স্পোর্টস মেরিট অ্যালোকেশনে ১০টি এবং সাস্ট কমিউনিটি মেরিট অ্যালোকেশনে ২০টি আসন অন্তর্ভুক্ত।

ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সিলেট শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঢাকার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। তবে ঢাকার কেন্দ্রগুলোতে আবেদনকারীর নির্ধারিত আসনসংখ্যা পূরণ হয়ে গেলে আর সেখানে কেন্দ্র পছন্দ করার সুযোগ থাকবে না। সিলেট শহরের কেন্দ্রগুলোতে আসনসংখ্যা উন্মুক্ত থাকবে।

এ ছাড়া আর্কিটেকচার (এআরসি) বিভাগে ভর্তি হতে আগ্রহী ‘এ’ ইউনিটের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শাবিপ্রবি ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের পরীক্ষা ১৩ জানুয়ারি এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উভয় দিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে।

মালিহা